বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
02 Aug 2025 05:11 pm
![]() |
ঢাকা, এপ্রিল ২৩, ২০২৫: দেশের ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে নতুন ও উন্নত সেবা চালু করতে একসাথে কাজ করবে ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) এবং গবেষণা ও পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান এজ রিসার্চ অ্যান্ড কনসাল্টিং লিমিটেড। সম্প্রতি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড-এর বনানীর কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।
পিবিআইএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ওমর তৈয়ব বলেন,এই ‘অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কর্পোরেট, স্টার্টআপ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আরও বিস্তৃত পরিসরে আইপিও, প্রাইভেট ইক্যুইটি, কর্পোরেট বন্ড, মার্জার ও অ্যাকুইজিশন (M&A), বিদেশি বিনিয়োগ (FDI) এবং মূলধন সংগ্রহে পরামর্শসহ অন্যান্য নানামুখী সেবা দেওয়ার সুযোগ তৈরি করবে।’
এজ (EDGE)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ খান- সিএফএ বলেন, ‘আমাদের গবেষণাভিত্তিক দক্ষতা এবং পিবিআইএল- এর বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এমন একটি সেবামূলক কাঠামো গড়ে তোলা সম্ভব, যা দেশের পুঁজিবাজার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গ্রাহকদের জন্য অত্যন্ত কার্যকর হবে।’
দেশের ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং আর্থিক খাতকে আরও উন্নত, পেশাদার ও আন্তর্জাতিক মানের করতে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং এজ রিসার্চ অ্যান্ড কনসাল্টিং লিমিটেড একসাথে পথ চলতে প্রস্তুত।