বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
24 Apr 2025 12:25 pm
![]() |
ভোলা সদর ২নং ইলিশা ইউনিয়ন পাকার মাথা নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বুধবার বিকেলে জামায়াতের পক্ষ থেকে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতের এইগণসমাবেশ অংশ গ্রহণ করার জন্য জামায়াতে নেতা কর্মী সহ সাধারণ মানুষগন কানায় কানায় মাঠি ভরে যায়।
এসময়ে উপস্থিত ছিলেন ভোলা সদর জামায়াতের এমপি প্রার্থী নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ইউনিয়নের সেক্রেটারি আরিফ।এবং উপজেলা আমির মাওলানা মোহাম্মদ কামাল হোসাইন সহ জামায়াতের কর্মপরিষদের শুরা সাবেক প্রধান শিক্ষক নুর ইসলাম মাস্টার।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন মিয়া।অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জামায়াতে ইসলামের দিক নির্দেশনা বক্তব্যে বলেন,
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রয়োজনীয়তা আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।