বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
24 Apr 2025 12:25 pm
![]() |
স্টাফ রিপোর্টার:- চাঁদপুর পৌরসভার ইঞ্জিঃ জাহিদের বিরুদ্ধে কয়েক কোটি টাকার অবৈধ সম্পদ গড়ার অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানাযায়,মাত্র ৪৯ হাজার টাকা বেতনের এই কর্মকর্তার শুধু চাঁদপুর শহরেই রয়েছে বেশ কয়েকটি ফ্ল্যাট।এছাড়াও শহরের বঙ্গবন্ধু সড়কে ডুপ্লেক্স আলিশান বাড়িতে বসবাস করেন এই কর্মকর্তা।এমনকি ট্রাকরোড বটতলা এলাকায় ৭ তলা একটি বিলাসবহুল ভবনের মালিকপক্ষের ৬ জনের ১ জন তিনি।আদালত পাড়া এসএম টাওয়ারে রয়েছে ১০% মালিকানা শেয়ার।কালিবাড়ি এপেক্সের পাশে দিদার বক্সেও তার শেয়ার রয়েছে বলে জানাযায়।
এই কর্মকর্তার বিরুদ্ধে খোঁজ নিয়ে আরো জানাযায়,মূলত প্ল্যান পাশের নামে মানুষকে জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন তিনি।এমনকি তার কাছ থেকে সাইন নিতে হলে তাকে দিয়েই বাধ্যতামূলক প্ল্যান পাশ করাতে হয়।
এছাড়া অন্য কারো প্ল্যান পাশে তিনি সাইন করাতো দূরের কথা উল্টো আরো ভবন মালিকদের সাথে খারাপ ব্যবহার করেন।তাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে দিনের পর দিন ঘুরাতে থাকেন।মূলত চাঁদপুর পৌরসভার বাসিন্দারা ভবন নির্মাণ করতে গেলে যেন জাহিদ সাহেবের কাছে অনেকটা জিম্মি হতে হয়।ঠিক এমনই অভিযোগ করেন চাঁদপুরের এক চিকিৎসক দম্পতি।তাদের অভিযোগ ইঞ্জিনিয়ার জাহিদের ভুল প্ল্যানের কারণে তাদের অন্তত অতিরিক্ত ২০ লক্ষ টাকা খরচ হয়েছে।জানাযায় চাঁদপুর পৌরসভায় ১৮ বছর ধরে কর্মরত এই কর্মকর্তা। মূলত দীর্ঘ দিন একই জায়গায় থেকে প্রভাব বিস্তার করে যাচ্ছেন এই কর্মকর্তারা।
তবে এ বিষয়ে ইঞ্জিনিয়ার জাহিদ বলেন,আমার বঙ্গবন্ধু সড়কে বাড়ি আছে।ট্রাকরোডেও সেটাতো আমরা ৬ জন মালিক।আদালতপাড়া এসএম টাওয়ারে আমার কোন পারসেন্টিস নেই তবে কিছু টাকা আছে তাও সামান্য।প্ল্যান পাশ আমাকে দিয়ে করাতে হবে এরকম একটি প্রমাণও দিতে পারবেন না।