বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
25 Apr 2025 09:23 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেপুটেশনে কর্মরত এক চিকিৎসককে অসদাচরণের অভিযোগে বদলি করা হয়েছে।অভিযুক্ত চিকিৎসক মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)ডা. সানজিদা আক্তার সেতু।
অভিযোগ সুত্রে জানা যায়, ডা. সানজিদা আক্তার সেতু ইতিপূর্বে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তাঁকে ডেপুটেশনে এনে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসারের দায়িত্ব দেন তৎকালীন সিভিল সার্জন।
স্থানীয় এক মারপিটের ঘটনায় অন্তঃসত্ত্বা মোছা. পাপিয়া বেগম নামের এক নারী আহত হন।তাঁর পরিবার চিকিৎসার জন্য তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডা. সানজিদা তাঁকে ভর্তি না করে অবহেলা করেন বলে অভিযোগ উঠে।এ সময় রোগী ও স্বজনদের সঙ্গে অসদাচরণও করেন তিনি।
পরবর্তীতে ভর্তি না নেওয়ার কারণ জানতে চাওয়া হলে স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো.আনসারুজ্জামান রেজুয়ানের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন তিনি।এমনকি রোগীর উপস্থিতিতে সাংবাদিকদের জুতা পেটা করার হুমকিও দেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হলে বিষয়টি তদন্ত করে বগুড়া জেলার মাদারগঞ্জ ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে তাঁকে বদলি করা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।