বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
24 Apr 2025 12:32 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার সুন্দরগঞ্জে এক মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এসএম রুহুল আমিন মঞ্জুর বিরুদ্ধে দেওয়া রায় নিয়ে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। মামলার এক সাক্ষী প্রকাশ্যে দাবি করেছেন, তিনি চাকরির প্রলোভনে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে ‘রুহুল আমিন মঞ্জু মুক্তি সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে এই দাবি করেন সাক্ষী রেজাউন্নবী হাসু।
উল্লেখ্য, রুহুল আমিন মঞ্জু সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির অপেক্ষায় রয়েছে।
বিক্ষোভে অংশ নিয়ে কানাডা প্রবাসী মেয়ে জিনাইত আলম মনিহার বলেন, ‘বাবার বিরুদ্ধে দেওয়া রায়টি ফরমায়েশি।মামলার সাক্ষী নিজেই বলেছেন তিনি মিথ্যা বলেছেন।আমরা রায় প্রত্যাহার চাই, নইলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’
সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ অভিযোগ করেন, ‘এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর অবিলম্বে প্রত্যাহার চাই।’
বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করলে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।