বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
16 Apr 2025 12:52 pm
![]() |
সোমবার রাতে বাদুরতলা আদর্শ স্কুল অডিটরিয়ামে বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ওয়ার্ড আমীর মাওলানা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সেক্রেটারী মাওলানা মমিনুল ইসলামের পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের শহর নায়েবে আমীর মাওলানা আলমগীর হোসাইন. সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, মামুনুর রশিদ, মাস্টার নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি রমজানের শিক্ষা কাজে লাগিয়ে কুরআন হাদীসের আলোকে জীবন গড়া ও কুরআনের দাওয়াত ঘরে ঘরে পৌছে দেওয়ার আহবান জানান।