মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
16 Apr 2025 12:38 pm
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিবেদক:-দিনাজপুরের হিলিতে র্যালী আলোচনাসভা ও কেককাটার মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন একুশে টেলিভিশনের ২৫বছর পুর্তি উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুরে হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা একুশে টেলিভিশনের খবরসহ অন্যান্য অনুষ্ঠানের প্রশংসা করেন। সেই সাথে আরো হাজার বছর একুশে টেলিভিশন টিকে থাকুক সেই কামনা করেন বক্তারা।
একুশে টেলিভিশনের হিলি প্রতিনিধি সালাহউদ্দিন বকুলের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বুলুর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, পৌরবিএনপির সভাপতি ফরিদ খান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা.শফিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা, হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকে। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে একুশে টেলিভিশনের ২৫বছর পুর্তি উপলক্ষ্যে কেককাটা হয়।
এসময় অতিথিরা একুশে টেলিভিশনের হিলি প্রতিনিধিকে কেক খাওয়ায়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভকামনা জানান। সেই সাথে অতিথিদ্বয়কে কেক খাওয়ান একুশে টেলিভিশনের হিলি প্রতিনিধি। পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বাহির করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একইস্থানে গিয়ে শেষ হয়।