সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
30 Jul 2025 10:28 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঘাঘট নদীর পানিতে পড়ে আকলিমা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) উপজেলার কামারপাড়া ইউনিয়নের খামারবাগচি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আকলিমা খাতুন সাদুল্লাপুরের জামালাপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের ময়নুল হকের মেয়ে।
স্বজনরা জানায়, আকলিমা খাতুন তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায়। এরই একপর্যায়ে শনিবার দুপুরের দিকে নিখোঁজ হয়।পরে খোঁজাখুঁজিতে পাশের ঘাঘট নদীতে তাকে ভাসতে দেখে স্থানীয়রা।মুহূর্তে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।