রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
16 Apr 2025 03:23 pm
![]() |
প্রেস রিলিজ:-জেলা গোয়েন্দা শাখা, বগুড়া’র বিশেষ অভিযানে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী বগুড়া কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং কাহালু পৌরসভার সাবেক মেয়র ও তার পুত্র বগুড়া কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাহালু উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেফতার।
বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি চৌকস টিমের বিশেষ অভিযানে একাধিক মামলার পলাতক আসামী বগুড়া জেলার কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র ও তার পুত্র বগুড়া জেলার কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাহালু উপজেলার সাবেক চেয়ারম্যানদ্বয়কে গ্রেফতার করা হয়েছে।
১২/০৪/২০২৫ খ্রিঃ ভোর ০৫.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বগুড়ার একটি চৌকস টিম ঢাকা মেট্রোপলিটন এলাকাস্থ আদারব থানা এলাকা হইতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রুজুকৃত মামলার পলাতক আসামী ১। আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ(৬০), পিতা- মৃত বেলাল উদ্দিন, ( সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, কাহালু উপজেলা শাখা ও সাবেক মেয়র, কাহালু পৌরসভা,) ২। মোঃ হাসিবুল হাসান সুরুজ কবিরাজ (৪২), (সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, কাহালু উপজেলা শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান, কাহালু উপজেলা) পিতা-মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উভয় সাং-পাল্লাপাড়া, থানা-কাহালু, জেলা-বগুড়াদ্বয়কে বগুড়া জেলার সদর থানার মামলা নং-৪৭, তারখি-১৭ সপ্টেম্বের, ২০২৪ খ্রি., ধারা-143/302/34/109/114 The Penal Code, 1860; তৎসহ 3/5/6 The Explosive Substances Act, 1908; মামলায় গ্রেফতার করা হয়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী ১ আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ(৬০), এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ইতিপূর্বে হত্যা, বিষ্ফোরকসহ সর্বমোট ১০(দশ) টি এবং ২। মোঃ হাসিবুল হাসান সুরুজ কবিরাজ (৪২), এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ইতিপূর্বে হত্যা, বিষ্ফোরকসহ সর্বমোট ১০(দশ) টি মামলা রহিয়াছে।
উল্লেখ্য যে,গ্রেফতারকৃত আসামীদ্বয়কে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।