রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 03:46 pm
![]() |
শরীয়তপুর প্রতিনিধি:- বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি, শরীয়তপুর জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল ২০২৫) শরীয়তপুর জেলা শহরের চিকন্দী ফুড পার্কে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর বোর্ড অব গভর্নর পীরজাদা আলহাজ্ব অধ্যক্ষ শাহ মোঃ নেছারুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যকরী সভাপতি মাওলানা ইকবাল হোসেন, সিনিয়র সহসভাপতি মাওলানা আলমগীর হোসেন, যুগ্ম মহাসচিব মাওলানা মোঃ জাকির হোসেন, মাওলানা খলিলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,সংগঠনের পাঁচ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শরীয়তপুর জেলার সকল নিকাহ রেজিস্ট্রার বৃন্দ।
উক্ত সম্মেলনে শরীয়তপুর জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু জাফর মোঃ ছালেহ।
জানা গেছে, সম্মেলন মাওলানা মোঃ শাহ সেকান্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং নির্বাচন কমিশনার মাওলানা মোঃ ইলিয়াস, মাওলানা আবু ওবায়দা, মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল আলীম, মাওলানা আব্দুস সামাদ নির্বাচন কার্য সুন্দর ভাবে পরিচালনা করেন। উক্ত অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে সকলে প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়াও বিবাহ বিষয়ে নোটারী পাবলিক অবৈধ বলে ঘোষণা করেন।