রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
14 Apr 2025 11:59 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত ঔষধ প্রয়োগ করে ৪৫ শতক জমির শীষ বের হওয়া আধা পাকা ইরি ধান ক্ষেত পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে আদমদীঘি উপজেলার করজবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের পত্তনী জমিতে এ ঘটনা ঘটায়।
আদমদীঘি উপজেলার করজবাড়ি গ্রামের আব্দুল জলিল জানায়, তার বিশিয়া মৌজার ৪৫ শতক জমি একই গ্রামের জাহাঙ্গীর আলমকে এক বছরের জন্য পত্তন দেন।জাহাঙ্গীর আলম ওই পত্তনী জমিতে চলতি ইরিবোরো ধান রোপন করে সেচ দেয়াসহ পরিচর্যা করে আসছিলেন।
বর্তমানে ধান গাছে শীষ বের হয়ে আধা পাকা অবস্থায় রয়েছে। গত শুক্রবার কতিপয় ব্যক্তি ওই জমিতে গিয়ে বিষাক্ত ঘাঁষ মারা ঔষধ প্রয়োগ করেন। গতকাল শনিবার সকালে ওই জমিতে গিয়ে দেখা যায় ধান গাছ মরে আধাপাকা ধান বিনষ্ট হয়েছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করা হয়।এ ব্যাপারে থানায় অবহিত করা হয়েছে বলে আব্দুল জলিল জানান।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি