সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
15 Apr 2025 03:33 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে ফেরার পথে ম্যাজিস্ট্রেটের চালকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের গাড়িচালক আব্দুস সবুর মিয়া (৩১)।
এ ঘটনায় শুক্রবার (১১ এপ্রিল) রাতে আহত সবুর মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় বোয়ালিয়া (শিববাড়ি) গ্রামের বাসিন্দা বাবলু চন্দ্র বিশ্বাসের দুই ছেলে বাধন বিশ্বাস (২৮) ও দেব কুমার বিশ্বাস (২৪) সহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার বিবরণ, মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (৯ এপ্রিল) রাত ১টার দিকে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা তালুককানুপুর ইউনিয়নের এম.এল.বি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি বোঝাই ২টি অবৈধ ড্রাম ট্রাক জব্দ করেন। পরে সেগুলো কার্যালয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।
রাত ২টার দিকে চালক সবুর মিয়া ড্রাম ট্রাক দুটি নিয়ে কাটাখালী সেতু অতিক্রম করে যানজটে পড়েন। যানজট নিরসনে তিনি স্থানীয় দুই সহকারী—ফরহাদ হোসেন ও স্বেচ্ছাসেবক রিভেলীকে সাথে নিয়ে ট্রাক থেকে নেমে যানজট সরানোর চেষ্টা করেন।
এসময় দেব বিশ্বাস নামে একজন ব্যক্তি ফাঁকা একটি ড্রাম ট্রাক নিয়ে এসে ফের যানজট সৃষ্টি করেন। বাধা দিলে তিনি ট্রাক থেকে ধারালো দা নিয়ে সবুর মিয়ার ওপর আক্রমণ করেন। পরে স্থানীয় সহকর্মীরা দা কেড়ে নিলে দেব বিশ্বাস ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে অন্যদের ডেকে পাঠান।
কিছুক্ষণের মধ্যেই ছয়টি মোটরসাইকেলে করে ১০-১২ জন অস্ত্রধারী ব্যক্তি ঘটনাস্থলে এসে অতর্কিতে হামলা চালায়। লাঠি, রড, ছোরা, হাসুয়া দিয়ে তারা সবুর মিয়াকে বেধড়ক মারধর করে। দেব বিশ্বাস লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হন। তারা তার কাছ থেকে একটি নোকিয়া স্মার্টফোন ও নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি ইউএনওকে জানানো হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আইনি পদক্ষেপ: গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর একটি মামলা রুজু হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ যোগ্যতা: প্রশাসনিক কাজে নিয়োজিত কর্মকর্তার ওপর এমন হামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশাসন ও স্থানীয় মহলে বিষয়টি নিয়ে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।