শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
16 Apr 2025 06:51 am
![]() |
আশিক সুজন,ক্রাইম রিপোর্টার,বগুড়াঃ- বগুড়া শহরের মাটিডালী এলাকা থেকে গতকাল ০২:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানে ১০ কেজী গাঁজা সহ ০২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে।এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, নাটোর জেলা সদরের চক-শ্রীমান্তপুর এলাকার মৃত সোহবান খাঁ’র ছেলে সোহেল খাঁ (৪৪) ও একই উপজেলার দক্ষিণ বড়গাছা এলাকার মৃতত আবুল হাসেমের ছেলে শাজাহান আলী (৫৪)।
বগুড়া ডিবি পুলিশের কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবি’র একটি অভিযানিক দল গতকাল বৃহস্পতিবার দুপুর ০২:৩০ মিনিটে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালী বিমান মোড়ে অভিযান পরিচালনা করে।এ সময় একটি প্রাাইভেট কার তল্লাশী করে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।