শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 04:03 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- ১৬৪ রানের লক্ষ্য। আইপিএলে এবার অন্তত এই রান জয়ের জন্য যথেষ্ট নয়। সেটা প্রমাণ করলেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা। বিশেষ করে লোকেশ রাহুল। যে বিধ্বংসী ইনিংস আজ তিনি উপহার দিলে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে, তা অনেকদিন মনে রাখবে স্থানীয় দর্শকরা।
৫৩ বলে খেললেন অপরাজিত ৯৩ রানের ইনিংস। ম্যাচ শেষে হয়তো তিনি আফসোস করেছেন, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর ক‘টা রান বেশি করলে সেঞ্চুরিটা পেতেও পারতেন।
সে যাই হোক, ছক্কা বৃষ্টিতে তিনি ১৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই বেঙ্গালুরুর ছুঁড়ে দেয়া ১৬৩ রানের চ্যালেঞ্জ পার করে দিয়েছেন। ৬ উইকেটের ব্যবধানে জয়ের সঙ্গে দলকেও তুলে এনেছেন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ৪ ম্যাচে ৪ জয়ে দিল্লির পয়েন্ট ৮। তারাই এখনও পর্যন্ত অপরাজিত। সমান পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে শীর্ষে গুজরাট টাইটান্স। হারলেও ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শেষ তিন ওভারে (১৮ বলে) বেঙ্গালুরুর প্রয়োজন ছিল ১৮ রান। জস দয়ালের কাছ থেকে ৫ বলেই ২৩ রান তুলে নিলেন লোকেশ রাহুল এবং ত্রিস্টান স্টাবস। ২৩ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন ত্রিস্টান স্টাবস। লোকেশ রাহুল ৫৩ বলে ৬ ছক্কা ও ৭ বাউন্ডারিতে অপরাজিত থাকেন ৯৩ রানে।
লোকেশ রাহুল এবং ত্রিস্টান স্টাবসের ১১১ রানের জুটি আইপিএলের ইতিহাসে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৫ম উইকেট জুটিতে সর্বোচ্চ। এর আগে ৫ম উইকেটে রস টেলর এবং জেপি ডুমিনি করেছিলেন ১১০ রান।
অথচ, ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরুতেই দ্রুত উইকেট হারায় দিল্লি। ৩০ রানে ফিরে যান সেরা তিন ব্যাটার। ওপেনার ফ্যাফ ডু প্লেসি ২ রান, জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ৭ ও অভিষেক পোড়েল করেন ৭ রান। অধিনায়ক অক্ষর প্যাটেল আউট হন ১৫ রান করে। ৫৮ রানে ৪ উইকেট পড়ার পরই লোকেশ রাহুল আর ত্রিস্টান স্টাবসের ব্যাটে ঘুরে দাঁড়ায় দিল্লি।
এর আগে ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৬৩ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওপেনার ফিল সল্ট করেন সর্বোচ্চ ৩৭ রান। এছাড়া ৩৭ রানে অপরাজিত থাকেন টিম ডেভিডও। বিরাট কোহলি ১৪ বলে করেন ২২ রান। রজত পাতিদার ২৩ বলে করেন ২৫ রান। ক্রুনাল পান্ডিয়া করেন ১৮ রান।
পিএনএস