শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 03:32 am
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:- বৃহস্পতিবার (১০ এপ্রিল) হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যান এঁর ২৭১তম জন্মদিন ও হোমিওপ্যাথি দিবস ২০২৫ বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় পালিত হয়েছে। শহরের ফুলদীঘি বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনটি উপলক্ষে আনন্দ র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সকাল সাড়ে ১০টায় দিনটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হোমিওপ্যাথির সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। আগের দিনে গাছের লতাপাতা, শিকড় সহ বিভিন্ন উদ্ভিদ থেকে নির্যাস থেকে বৈদ্য, কবিরাজরা চিকিৎসা দিতেন। বর্তমান সময়ে মানুষ অসুস্থ হলে প্রথমে তার কাছের হোমিও ডাক্তারকে খুঁজেন, তারপর সরকারি হাসপাতালে যায়। হোমিওপ্যাথির জনক হ্যানিম্যানের আবিষ্কার এই চিকিৎসা পদ্ধতি, যা সারাবিশ্বে সমাদৃত। দেশের প্রতিটি প্রান্তে এখন এই চিকিৎসা ব্যবস্থা রয়েছে। মানুষ স্বল্প ব্যয়ে মানুষ চিকিৎসা সেবা পেয়ে থাকে। তাই প্রতিটি হোমিও চিকিৎসক সমাজ গঠনে অনেক অবদান রাখেন। সরকারি ভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল রয়েছে, তার মাধ্যমে সারাদেশে হোমিওপ্যাথির বিস্তার ও উন্নয়নে কাজ করা হচ্ছে। তাই সকল হোমিও চিকিৎসকদের মানবিক ও সৃজনশীল হয়ে উঠার আহবান জানান তিনি।
বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ম্যানেজিং কমিটি সদস্য ও জাতীয়তাবাদী হোমিওপ্যাথি চিকিৎসক দলের জেলা শাখার সভাপতি ডাঃ মোস্তফা আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, বগুড়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ দেলওয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ আয়ুব হোসেন, জাতীয়তাবাদী হোমিওপ্যাথি চিকিৎসক দলের বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা ডাঃ শাহানুর রহমান। বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন (বিএইচএমএ) বগুড়ার সাধারণ সম্পাদক ডা. মুনজুরুল আলম লিটনের পরিচালনায় অনুষ্ঠানে বগুড়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে স্যামুয়েল হ্যানিম্যান এঁর ২৭১ তম জন্মদিন ও হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। শেষে ফিলিস্তিন মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন ডাঃ ছরওয়ার হোসেন।
বার্তা প্রেরক,ডা.মুনজুরুল আলম লিটন,সাধারণ সম্পাদক,বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন (বিএইচএমএ), বগুড়া।