শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
16 Apr 2025 07:06 pm
![]() |
জুবায়ের আহমেদ, বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ-হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে।স্থানীয়দের সহযোগিতায় ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের মুগকান্দী নামক স্থানে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে চেড়ে আসা হোমনা পরিবহন বাসটি যাত্রী নিয়ে বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মুগকান্দী নামক স্থানে আসলে হালকা বৃষ্টিতে মহাসড়কে কিছুটা পানি জমে যায়।যে কারণে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে পড়ে উল্টে গিয়ে নারী পুরুষ সহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছে।খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জগদীশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল কর্মী এসে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।