বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
19 Apr 2025 05:05 pm
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর)প্রতিবেদক:-দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার।এসময় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি'র) সাথে শুভেচ্ছা বিনিময় করে ভারত অভ্যন্তরে গিয়ে ঐদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে ভারতের সহকারী হাইকমিশনার হিলিতে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান, হিলি কাস্টমসের সহকারী কমিশনার এ এস এম আকরাম সম্রাট।
ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ভৌগোলিক কারণে ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে আমাদের কাছে হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ন হয়ে উঠছে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানিতে যেসব বাঁধা রয়েছে তা অচিরেই সমাধান করা হবে।ভারত অংশে রাস্তা প্রশস্ত ও কাস্টমসের উপকমিশনার কার্যালয় স্থাপনের মাধ্যমে বানিজ্য আরও সম্প্রসারন করা হবে।বাংলাদেশ-ভারতের সম্পর্ক আগে থেকেই ভাল রয়েছে।আরও ভাল করতে দুই দেশকেই এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, হিলি আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী,হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞা, তদন্ত ওসি এসএম জাহাঙ্গীর আলম, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা আহমেদ বিপুল,আমদানি-রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক সহ অনেকেই।