শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
24 Apr 2025 12:46 am
![]() |
এসএম সিরাজ বগুড়া:- বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহর শাখার ১নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে শুক্রবার বাদ মাগরিব বগুড়া শহরের হাকিড়মোড়ে দাওয়াতি পক্ষ পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধানি অতিথি ছিলেন বাংলাদেশ বগুড়া শহর জামায়াতের সমাজ সেবা সম্পাদক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ বেগর। দাওয়াতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল ওয়াদুদ, ১নং ওয়ার্ড যুব শাখার সভাপতি মোঃ আসলাম শেখ, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক সুমন, শরিফুল ইসলাম কাজল, মাহমুদ হাসান, জোবায়ের আহমেদ, সাকলাাইন, শাহাদত হোসেন সহ শত শত নেতা কর্মী অংশ নেন ।