বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 05:23 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- বছরে এসএসসি সমমান পরীক্ষায় গাইবান্ধা জেলায় ৩২ হাজার ৯১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে এসএসসি ২৫ হাজার ৩০৩, ভোকেশনাল ৩০০১ ও দাখিল পরীক্ষার্থী ৪ হাজার ৬১৫ জন।
বুধবার (৯ এপ্রিল) গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) একযোগে গাইবান্ধা জেলার সাত উপজেলার ৬৬ কেন্দ্রে ওইসব পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারে।
গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, এসএসসি সমমান পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।পরীক্ষা চলাকালীন সময়ে অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কেন্দ্রে-কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।