বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
19 Apr 2025 03:26 am
![]() |
এসএম সিরাজ বগুড়া:-বগুড়া শহর জামায়াতের দাওয়াতী পক্ষ (শুক্রবার ১১ এপ্রিল হতে ২৫ এপ্রিল/২৫ ) সফল করতে বুধবার রাতে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে সকল ওয়ার্ড ও ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের নিয়ে এক দায়িয়ত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী আব্দুর রাজ্জাক,অধ্যাপক রফিকুল আলম, মানব সম্পদ সম্পাদক সেলিম রেজা,এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, শ্রমিক নেতা আজগর আলী,অধ্যক্ষ ইকবাল হোসেন,এ্যাডভোকেট শাহীন মিয়া, মাওলানা আব্দুল হামিদ বেগ,অধ্যাপক আব্দুস সালাম তুহিন,এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মাওলানা হেদায়েতুল ইসলাম,নিজাম উদ্দিন প্রমুখ।সমাবেশে আগামী শুক্রবার থেকে দাওয়াতি পক্ষ শুরুর প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়।সকল মানুষের ঘরে ঘরে কুরআনের দাওয়া পৌঁছে দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।শেষে ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দানে দোয়া অনুষ্ঠিত হয়।