বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 05:52 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গোটা দেশব্যাপী আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের প্রথম এসএসসি পরীক্ষা। এই পরীক্ষা গত ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ এপ্রিল-২৫ অর্থাৎ আগামীকাল। এই সরকারের অধীনে অনুষ্ঠিত এটিই প্রথম পাবলিক পরীক্ষা। গোটা দেশের ১১ টি শিক্ষাবোর্ডে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে।
ইতোমধ্যেই কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে উত্তরপত্রসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি। বসানো হয়েছে সিট নম্বর এবং নিশ্চিত করা হয়েছে কেন্দ্রের প্রয়োজনীয় নিরাপত্তা। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে।
এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে আহত অনেক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিবে। তাই, পরীক্ষার হলে বসে লিখতে অক্ষম পরীক্ষার্থীদের জন্য প্রয়োজন সাপেক্ষে বিশেষ সুবিধা দেয়া হবে। আহতদের মাত্রা অনুযায়ী, তাদের জন্য পরীক্ষা চলাকালীন যেসব ব্যবস্থা প্রয়োজন, সেসব ব্যবস্থা নিশ্চিত করা হবে।
এদিকে আগামীকালের এসএসসি পরীক্ষায় পলাশবাড়ীতে অংশগ্রহণ করতে যাচ্ছে ৪৫৬৭ জন শিক্ষার্থী। পলাশবাড়ীতে মোট ৬ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পরীক্ষাকেন্দ্র গুলো হলো পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদয়ালয়, পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদয়ালয়, বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ, ফকিরহাট উচ্চ বিদ্যালয়, তালুকজামিরা উচ্চ বিদয়ালয় এবং পলাশবাড়ী দ্বি-মুখী সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসা।
এইবার সাধারণ শিক্ষা বিভাগ(মানবিক ও বিজ্ঞান) বিভাগ থেকে অংশ নিচ্ছেন ৩৩৯৭ জন। এছাড়াও ভোকেশনাল শিক্ষার্থী ৫৯৯ জন এবং মাদ্রাসা শিক্ষার্থী ৫৭১ জনসহ মোট ৪৫৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
পরীক্ষা গ্রহণের সার্বিক প্রস্তুতির ব্যাপারে পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আব্দুল বারী সরকারের সাথে কথা হলে তিনি জানান, "ইতিমধ্যে আমরা পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।"
পরীক্ষা চলাকালীন সময়ে নকল প্রতিরোধ ও সার্বিক শৃংখলা বজায় রাখার ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টোর সাথে কথা হলে তিনি জানান," পরীক্ষার হল এবং এর আশে পাশের শান্তি-শৃংখলা বজায় রাখতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।