বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 03:21 am
![]() |
কবির হোসেন মিজি:- আড়াইশো শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ইন্টার্নি চিকিৎসক ও নার্সের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এই মৃত্যুর ঘটনা ঘটে।
জানা যায়,মৃত্যুবরণকারী দেলোয়ার হোসেন মৃধা গত ৩ দিন আগে প্রচন্ড জ্বর ও বুকে ব্যথা নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় ভর্তি হন। তিন দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের ডিউটিরত ইন্টার্নি ডাক্তারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব থাকা নার্স সীমা আক্তার রোগীর শরীরে ইনজেকশন পুশ করেন। তার সাথে সাথেই দেলোয়ার হোসেনের করুন মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ।
এমন মৃত্যুর ঘটনায় হাসপাতাল প্রাঙ্গনে রোগী স্বজনদের উত্তেজনা বিরাজ করলে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি বাহার সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দীর্ঘ সময় রোগীর চিকিৎসা পত্র নিয়ে ডিউটি ডাক্তারের পক্ষে মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চান মডেল থানার ওসি ও রোগীর স্বজনরা।
হাসপাতালে চিকিৎসা নিতে এসে মৃত্যুচরণকারী দেলোয়ার হোসেন মৃধা চাঁদপুর শহরের ১৪ নং ওয়ার্ডস্থ শিলন্দীয়া গ্রামের মৃত জয়নাল আবেদীন মৃধার ছেলে।
দেলোয়ার হোসেনের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, তিনদিন পূর্বে জ্বর নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার মিজানুর রহমান রোগীকে দেখে দ্বিতীয় তলায় ভর্তি দেয়। হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক চিকিৎসা পত্রে ভুল ইনজেকশন দেওয়ার জন্য লিখে দিলে দায়িত্বে থাকা নার্স সীমা আক্তার ইনজেকশন পুশ করার সাথে সাথেই স্বামী দেলোয়ারের মৃত্যু হয়। ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসার কারণেই এই মৃত্যু হয়েছে বলে তাদের অভিযোগ।
এই বিষয়ে নার্স-সীমা আক্তার বলেন, জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার মিজানুর রহমান রোগীকে দেখে ভর্তি দেয়। তবে চিকিৎসা পত্রে ইনজেকশন দেওয়ার জন্য কোন ডাক্তার লিখেছে তা আমার জানা নেই। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই রোগী দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে ডাক্তার ভালো বলতে পারবে।
এদিকে নিহত দেলোয়ার হোসেনের মৃতদেহ হাসপাতাল থেকে এম্বুলেন্সে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় তাদের স্বজনদের সাথে ইন্টার্নি ডাক্তার পরিচয় দেওয়া কয়েকজন যুবক এসে হট্টগোল করে। পরে হাসপাতালে সামনে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হলে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি শান্ত হয়।