মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
08 Apr 2025 02:17 pm
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:-আজ ৭ই এপ্রিল ২০২৫ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ভারতের সংসদে বিতর্কিত ওয়র্ক আইন পাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন বলেন, ভারতের মুসলিম বিদ্বেষী বিজেপি’র নরেন্দ্র মোদি সরকার ক্ষমতাগ্রহণের পর থেকে একেন পর এক বিতর্কিত আইন করে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ক্ষুন্ন করছে।কয়েক মাস আগে বিতর্কিত আইন এনআরসি, সিএএ করার মাধ্যমে বহু সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায় কে ভারত থেকে নির্যাতন করে বিতাড়িত করার চেষ্টা করে ভারতজুড়ে গণপ্রতিবাদ শুরু হলে পরবর্তীতে সেখান থেকে আপাতত সরে আসে কিন্তু বিজেপি সরকারের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেনি।
এখন নতুন করে তারা ওয়াকফ সম্পত্তি বিতর্কিত আইন সংসদে পাস করে মুসলমান সম্প্রদায়ের সম্পত্তিতে হস্তক্ষেপের পথ প্রশস্ত করেছে। যা ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকারের প্রতি হস্তক্ষেপও বটে। মোদি সরকারের সংখ্যালঘুদের প্রতি এ ধরনের হীন মনমানসিকতার আচরণের ব্যাপারে বিশ্ব নেতাদের সোচ্চার হতে হবে। এই বিতর্কিত আইন পাস এর মাধ্যমে ভারত সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। বাংলাদেশ মুসলিম সমাজের পক্ষ থেকে বিতর্কিত এই আইন পাশের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
মোদি সরকারের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ভারতের উন্নয়নের প্রতিটি ইট মুসলমানদের হাতে গাঁথা। মুসলমানরা চাইলে যেকোনো সময় ভারত ভেঙে কয়েক টুকরোতে পরিণত করতে পারে। ভারতের নীতিনির্ধারকরা যদি অখন্ডতা বজায় রাখতে চান অনতিবিলম্বে ওয়াকফ সম্পত্তি এই বিতর্কিত আইন প্রত্যাহার করে নেন।
বার্তা প্রেরক,সুমন মিয়া,দপ্তর সম্পাদক,বাংলাদেশ মুসলিম সমাজ