সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫
08 Apr 2025 01:27 am
![]() |
এসএম সিরাজ বগুড়া:- বগুড়ার নারুলীতে অস্ত্রের মুখে প্রকৌশলীরস্বর্ণ টাকা মোবাইল ছিনতাই করেছে ছিনতাইকারীরা।রবিবার ভোর রাতে ঢাকা যাওয়ার পথে নারুলীতে এ ঘটনা ঘটে।এ বিষয়ে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
নারুলী এলাকায় বসবাসকারী প্রকৌশলী এ কে এম বাছিউল আলম অভিযোগে জানান রবিবার ভোর ৪ টার সময় অটোযোগে আমি ও আমার পরিবারের লোকজন সাতমাথার উদ্দেশ্যে রওনা করি।
আমি ও আমার পরিবারের লোকজন অটোযোগে ভোর রাত্রী সোয়া ৪টার সময় নাটাইপাড়া চেক পোষ্টের অনুমান ৫০ গজ আগে মিতু আইসক্রিম ফ্যাক্টরির সামনে পৌছামাত্র অজ্ঞাতনামা সন্ত্রাসী ছিনতাইকারীরা হাতে লাঠি সোডা ও ধারালো চাকু ইত্যাদি নিয়ে আমাদের অটোর সামনে এসে ব্যারিকেট দেয় ও আমার মেয়ে মোছাঃ সামিয়া তাসমিন অনন্যা ও মেয়ের জামাই মোঃ মেহেদী হাসান নাদিমকে খুনের হুমকি দেয়। এসময় কাছে থাকা নগদ টাকা মোবাইল গহনা নিয়ে দ্রæত আইসক্রিম ফ্যাক্টরির পশ্চিম পার্শ্বে গলি দিয়ে উত্তর দিকে চলে যায়।
এ বিষয়ে নারুলী ফাড়ির ইনচার্জ নাজমুল হক বলেন আসামীদের সনাক্ত করনে কাজ করা হচ্ছে।আসামীদের দ্রæত আইনের আওতায় আনা হবে।