শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫
06 Apr 2025 08:26 pm
![]() |
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ- রংপুরের পীরগঞ্জে এক গৃহবধুকে বেধড়ক মারপিট করে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে পাষন্ড স্বামী।এ ব্যাপারে ৩ ব্যাক্তির নামে থানায় অভিযোগ দেয়া হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার রামনাথপুর ইউনিয়নের চেরাগ পুর গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা চতরা ধর্মদাস পলি পাড়া গ্রামের শাহারুল ইসলাম এর কন্যা শারমিন আক্তারের গত ১০ বছর আগে বিবাহ হয় চেরাগপুর গ্রামের মোকলেছার রহমানের ছেলে মারজান আলী সাথে।তাদের ঘরে ৯ বছরের এক কন্যা সন্তানও রয়েছে। তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে গত বুধবার সকালে স্বামী,শশুর ও শাশুড়ি মিলেমিশে শারমিনের উপর চড়াও হয়ে মাথার চুল ধরিয়ে টানাহেচড়া করে লাঠি দিয়ে মারপিট করতে থাকে।স্বামী পরিবারের নির্যতনের কারনে শারমিন আক্তার জ্ঞান হারালে হলে তাকে বাড়ির সামনে রাস্তার উপর ফেলে রাখে।
এ অবস্থায় গ্রামের লোকজন শারমিন কে ভ্যান যোগে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে সেখান থেকে বাবার বাড়ির লোকজন আশংকাজনক অবস্থায় শারমিনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।শারমিন আক্তারের পরিবারের লোকজন জানান, বিয়ের পর থেকেই শারমিন আক্তারকে স্বামীর পরিবারের লোকজন মারপিট করে।
এরপরেও স্বামীর সংসার বহাল রাখতে অই বাড়িতেই সে সংসার করে আসছিল। স্বামী পরিবারের অত্যাচার ও নির্যাতনের কারনে নাজেহাল শারমিন আক্তার।এ ঘটনার সঠিক বিচার চায় তারা।বোনের নির্যাতনের বিষয় নিয়ে ভাই শফিকুল ইসলাম (লিটন) পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খবর লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করেনি পুৃলিশ।পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক মিয়া জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর