শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫
06 Apr 2025 07:32 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:- জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান উৎসব শুরু হয়েছে। তিথি অনুসারে,শনিবার ৫ এপ্রিল রাত ২টা ৮ মিনিট থেকে শুরু হওয়া এই স্নান উৎসব চলবে রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত।পুণ্যার্থীরা তাদের পাপ মোচনের আশায় আজ ভোর থেকে জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতু এলাকা ও নদীর পাড়ে স্নানের জন্য ভীড় করেন।
অষ্টমী স্নান করতে জামালপুর ও শেরপুর জেলার পুণ্যার্থীসহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে নারী,পুরুষ ও শিশুসহ হাজার হাজার পুণ্যার্থী ব্রহ্মপুত্র নদে উপস্থিত হন।পুণ্যার্থীদের কিছু অংশ ফুল,বেলপাতা, ডাব, ধান, দূর্বা দিয়ে অর্চণা ও স্নান করেন, এ উপলক্ষে জামালপুর শহরের দয়াময়ী মন্দির এলাকায় বসেছে ৩ দিনব্যাপী অষ্টমী মেলা।