শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫
05 Apr 2025 02:47 pm
![]() |
স্টাফ রিপোর্টার:-ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে এক জামাতে ইসলামীর কর্মীকে পিটিয়ে জখম করেছে দৃর্বত্তরা। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।গুরুতর আহত হাসনাইন সর্দার বর্তমানে ভোলা সদর হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন।
আহত হাসনাইন সর্দার জানান,আমি দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ২নং ওয়ার্ড জামাতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।
আগামীকাল (শুক্রবার) আমাদের একটি প্রোগ্রাম আছে সে দাওয়াতের কাজ শেষ করে আসার পথে আমাদের পথ গতিরোধ করে কিছু পোলাপান। আমাদের সাথে তর্কাতর্কি হয় এর কিছুক্ষণ পরই আলামিন, শাহীন, জিহাদ, বাশার ও শাহাবুদ্দিনের নেতৃত্বে তাদের একটি গ্রুপ আমাকে একটি বাড়ীর মধ্যে নিয়ে মারধর শুরু করে।
আমি যতবার জিজ্ঞেস করলাম আমার কি দোষ তারা শুধু জামাত জামাত করে আমাকে মারছে।
তবে এ ঘটনার বিষয়ে জানতে চাইলে আলামিন জানান, রাজনীতিক প্রতিহিংসায় আমাকে জড়ানো হচ্ছে, আমি এ ঘটনার সাথে জড়িত না। একটি ঝামেলার কথা শুনে আমি গিয়ে সমাধান করতে চেয়েছি কিন্তু পরিস্থিতি আমার অনুকূলে না থাকায় চলে এসেছি। প্রয়োজনে সরজমিনে এসে জানতে পারেন।
এদিকে জামাতে ইসলামীর কর্মীর ওপর হামলার খবর শুনে হাসপাতালে ছুটে গিয়েছে জামাতে ইসলামীর সদর উপজেলার আমির অধ্যাপক কামাল হোসেনসহ উপজেলার ও দক্ষিণ দিঘলদী ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ।