বুধবার, ০২ এপ্রিল, ২০২৫
04 Apr 2025 05:50 am
![]() |
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ-হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেলের ব্যাটারী ক্রয়কে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষটি আটগ্রাম ও চারগ্রামে ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। আহতের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতাল সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার মিরপুর বাজারে সন্ধ্যা ৬টা থেকে এ সংঘর্ষ রাত ৯টা পর্যন্ত চলে।প্রথমে বাহুবল মডেল থানা পু্লিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনী ও পু্লিশের যৌথ টিম অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নে বানিয়াগাঁও গ্রামের আকাশের সাথে চারগাঁও গ্রামের একজনের ব্যাটারী ক্রয় নিযে কথাকাটাটি হয়।পরে এ বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে জানাজানি হলে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মিরপুর বাজারে কয়েকটি দোকানপাঠ ভাংচুর করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দরা।
বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সেনাবাহিনী সহ যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে,এসময় ৩ জন পু্লিশ আহত হয়েছেন।