রবিবার, ৩০ মার্চ, ২০২৫
01 Apr 2025 09:20 pm
![]() |
পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে বগুড়ায় চারশো নারী-পুরুষ পেলো ঈদ উপহারের শাড়ি-লুঙ্গি। শনিবার (২৯ মার্চ) দুপুরে বগুড়া শহরের কলোনী এলাকায় চিটাগাং নুর হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টের স্বাত্ত¡াধিকারী আলহাজ্¦ ডাঃ মোঃ শাহানুর রহমান তার নিজস্ব তহবিল থেকে এসব সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ওমর ফারুক রাব্বিসহ অনেকে।
বিতরণকালে আলহাজ্¦ ডাঃ মোঃ শাহানুর রহমান বলেন, ঈদের সম আনন্দ ভাগাভাগি করতে স্বল্প আয়ের মানুষের মাঝে উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। সবার মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে প্রতিবছর ঈদ উপহার প্রদান করে থাকি।
এছাড়াও বিভিন্ন সময়ে মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আগামী দিনেও যেন মানুষের পাশে থেকে সেবা করে যেতে পারি।অনুষ্ঠানে তিনি চারশো নারী-পুরুষের হাতে শাড়ি-লুঙ্গি তুলে দেন।