বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
30 Mar 2025 03:18 am
![]() |
স্টাফ রিপোর্টার:-চাঁদপুর শহর জামাতের ইসলামের উদ্যোগে ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ শে মার্চ) স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি শেষে শহরের ট্রাক রোড দারুস সালাম ইসলামিক সেন্টারে ১৯৭১ সাল ও ২৪ শে গণঅভ্যুত্থানে সকল শহীদের স্মরণে আলোচনা ও দোয়া মোনাজাত করা হয় ।
শহর জামায়েত ইসলামীর সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেনের সভাপতি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াত ইসলামের আমির এডভোকেট শাহজাহান খান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির জীবনে এক গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে আমাদের গৌরবোজ্জ্বল মহান স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তির সংগ্রামের পথ বেয়ে অনেক রক্ত আর ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে পরম কাঙ্খিত স্বাধীন ভূখন্ড, স্বতন্ত্র পতাকা ও জাতিসত্ত্বার পরিচিতি।
তিনি বলেন, স্বাধীনতার এই দিনে আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি অকুতোভয় ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহীদ ও যুদ্ধাহত বীর সন্তানদের। এবং সে সকল মা-বোনদের যাদের সম্ভ্রম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে হোক ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অঙ্গীকার।
শহর জামায়েত ইসলামের সহ সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর কমিটির সভাপতি আব্দুল হাই লাভলু,শহর জামায়াতের অফিস সম্পাদক ওমর ফারুক,১২ নং ওয়ার্ড জামাতের সভাপতি মোঃ হানিফ, ১০ নং ওয়ার্ড জামাতের সভাপতি গোলাম মাওলা।
জামাত নেতা এডভোকেট মামুনুর মামুন হোসেন মিয়াজী তরপুরচন্ডি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর হোসেন বন্দুক সি প্রমুখ।
আলোচনা শেষে ১৯৭১ সাল ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহর জামায়াতের আমির এডভোকেট শাহজাহান খান।