সোমবার, ২৪ মার্চ, ২০২৫
01 Apr 2025 11:45 am
![]() |
মামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী উপজেলা প্রতিনিধিঃ- ইন্দুরকানী উপজেলায় মোঃমামুন হাওলাদার শিমুলকে প্রাননাশের হুমকি দিলেন ইন্দুরকানী প্রসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পএিকার প্রতিনিধি এইচ,এম ফারুক হোসাইন।গতকাল শনিবার ২২/৩/২৫ ইং তারিখ রাত অনুমানিক ১০ টা।আমি বাড়ি যাওয়ার পথে আমার পিছন থেকে একটা মোটর সাইকেল এসো আমার হাটার গতিরোধ করে ফকির বাড়ির দরজায় এসো।তখন আমি তাকিয়ে দেখি এইচ,এম ফারুক হোসাইন।আমাকে তুই কি বললি,তুই আমারে চিনিস তোর আছে কে, তোর একটা ভাই ছিল সে মারা গেছে।তুই আমার বিষয়ে কিছু বললে তোমাকে জীবনের মত শেষ করে দিবে বলে দিলাম।তুই অনেক বেশি বুজে কিন্তু।
এই কথা বলে সে বাড়ির ভিতর ঢুকে।আমার অপরোধ হলো,আমি ইন্দুরকানী প্রসক্লাবের সদস্য ছিলাম।নির্বাচনেরজন্য কাগজপত্র যাচাই বাচাইয়ের জন্য কমিটি গঠন করা হয়,কমিটিতে আমার নাম তালিকা ভুক্ত করা হয়।কিন্তু ভোটার তালিকায় আমার নাম ছিলেনা।তখন সভাপতি ছিল এইচ,এম ফারুক হোসাইন তখন তার সাথে কথার কাটাকাটি হয় তখন সভাপতির ক্ষমতা বলে আমাকে বাদ দিয়াছে।
ইন্দুরকানী প্রেসক্লাবের সদস্য মোঃ আল আমিন হোসেন আমাকে বলে তুমি ফারুক ভাইয়ের সাথে যে করছে তোমাকে মামলা দেওয়ার কথা,এবং মোঃ আজাদ হোসেন বাচ্চু বলেন আমাকে নিয়ে তিনি বিপদে আছেন বলে জানান।তারপর ২৭/১১/২৪ ইং তারিখ ইন্দুরকানী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।আমি এইচ,এম ফারুক হোসাইনের বিপক্ষে কাজ করি,এজন্য আমাকে প্রায়ই হুমকি দেয়।