শনিবার, ২২ মার্চ, ২০২৫
22 Mar 2025 07:10 pm
![]() |
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে রাডার সাইন্স স্কুল এন্ড কলেজের উদ্যোগে ২দিন ব্যাপী কোরআন তেলাওয়াত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ব্যাসট্যান্ড রাডার সাইন্স স্কুল এন্ড কলেজ হলরুমে পরিচালক হাসানুর রহমান হাসানের সভাপতিত্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুর রহমান মোল্লা। রাডার সাইন্স একাডেমি স্কুল এ্যান্ড কলেজের কো অর্ডিনেটর গোলাম রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা সাকিল আহম্মেদ, হাফেজ মাওলানা আল-আমিন, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহের, শিক্ষিকা শাপলা খাতুন, অনামিকা রায় প্রমুখ।
প্রতিযোগীতায় ৩টি ক্যটাগরিতে ৩১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকৃত শিক্ষার্থীদের সার্টিফিকেটসহ নগদ অর্থ প্রদান করা হয়।