শনিবার, ২২ মার্চ, ২০২৫
22 Mar 2025 10:08 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- পলাশবাড়ী পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নওসা মেম্বারের বিরুদ্ধে ভিজিএফের ১০ কেজি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগ কারীরা জানান, নওশা মেম্বার মৃত ব্যক্তি সহ একাধিক সুবিধাভোগীর নামে বরাদ্দকৃত চাল নিজে তুলে কার্ডধারীদের না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে, এই ঘটনায় বঞ্চিতরাসহ পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।
এলাকাবাসী ও ভুক্তভুগিরা জানান, উপজেলার গোপালপুর-পেপুলিজোর গ্রামের বেশ কয়েকজন দরিদ্র সুবিধাভোগীর নামে চাল বরাদ্দ থাকলেও তারা সেই চাল পাননি। বরং ওই চাল অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে মৃত ব্যক্তিদের নামে বরাদ্দকৃত চাল উত্তোলনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
অভিযুক্ত নওসা মেম্বার মহদীপুর ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।অভিযোগের বিষয়ে জানতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
স্থানীয়রা বলছেন, এ বিষয় নতুন না নওশা মেম্বার দীর্ঘদিন ধরেই ধরনের অভিযোগ উঠছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কেউ অনিয়ম করে পার পাবে না।
পলাশবাড়ী উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।