শনিবার, ২২ মার্চ, ২০২৫
22 Mar 2025 11:21 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- ফিলিস্তিনিতে ইসরাইল বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে বগুড়ার আদমদীঘিতে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজ শেষে আদমদীঘি মডেল মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ পথসভায় বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা তরিকুল ইসলাম, তাছের আহম্মেদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তফা আহম্মেদ নাইডু, জেলা জামায়াতের সদস্য এনামুল হক, এ্যাড. সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিস আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবীব পল্টু, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি রশিদুল ইসলাম রিপন, যুব জামায়াত নেতা ফরিদুল ইসলাম, শিক্ষক নেতা আইয়ুব আলী প্রমুখ।এছাড়াও স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থতি ছিলেন।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি