বুধবার, ১৯ মার্চ, ২০২৫
19 Mar 2025 06:52 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে চার জনকে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (১৭ মার্চ) বিকেলে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১০০টাকা করে জরিমানার আদেশ প্রদাণ করেন। দন্ডপ্রাপ্তরা হলেন,আদমদীঘি উপজেলার সাতাহার গ্রামের মৃত খয়েরের ছেলে ইউনুস আলী শাহ (৭০), একই উপজেলার অন্তাহার গ্রামের ইনতাজ আলীর ছেলে জুয়েল মন্ডল (৪০), কলসা রথবাড়ী এলাকার হাফিজার রহমানের ছেলে সোহাগ হোসেন (৩২) ও ইয়ার্ড কলোনী এলাকার ছাত্তার হোসেনের ছেলে ফারুক হোসেন (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আদমদীঘি উপজেলার সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য সেবন করার অপরাধে চার মাদকসেবীকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউনুস আলী শাহকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং জুয়েল মন্ডল, সোহাগ হোসেন ও ফারুক হোসেনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি