বুধবার, ১৯ মার্চ, ২০২৫
19 Mar 2025 06:35 am
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:- জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকার বড় খাল ব্রিজের পাশ থেকে শাহীন আলম (৪৩) এর মৃতদেহ উদ্ধার করেছে শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ।১৮ মার্চ সকাল ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ১৭ মার্চ দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল দেখে ওই গরুচুরগুলো পালাচ্ছিলো।এ সময় শাহিন মাটিতে পড়ে মারা গেছে।পুলিশের দাবি নিহত ব্যক্তি গরুচোর চক্রের সক্রিয় সদস্য।ঘটনার সময় গরুচোর চক্রের আরেক সদস্যকে আটক করেছে পুলিশ।আটককৃত ব্যক্তির নাম মো. জলিল মিয়া। সে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের রনারামপুর এলাকার বাসিন্দা।
তাদের নামেও বিভিন্ন থানায় হত্যা ও গরু চুরিসহ প্রায় ১৫টি মামলা রয়েছে। পালিয়ে যাওয়া চোর চক্রের আরেক সদস্যের নাম মো. মনসুর।তাঁর বাড়িও শরিফপুর ইউনিয়নের রনারামপুর এলাকায়। তাঁর নামে বিভিন্ন থানায় গরু চুরির একাধিক মামলা রয়েছে।
নিহত শাহিন জামালপুর পৌরসভার জঙ্গলপাডা বোর্ড ঘর এলাকার মৃত জাহেদ আলীর পুত্র ।
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান-নিহত ব্যক্তির লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী জরিনা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে হত্যা থানায় মামলা করেছে ।