বুধবার, ১৯ মার্চ, ২০২৫
19 Mar 2025 05:37 am
![]() |
রাকিবুর রহমান রকিব,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ইমতিয়াজ আহমেদ নাজমুল, মোঃ বাবন মিয়া, এবং মোঃ সজল'সহ বেশ কয়েকজনের নামে দায়েরকৃত মামলা ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে ছাত্র- জনতা। অন্যথায় আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছে তারা।
মঙ্গলবার (১৮ মার্চ) বাদ যোহর বিশ্বরোড গোল চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে এ আল্টিমেটাম দেয় তারা। এর আগে মামলা প্রত্যাহারের দাবিতে আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ মিছিল করেছে উপস্থিত ছাত্র- জনতা।
মানববন্ধনে উপস্থিত ছাত্র-জনতার পক্ষে বক্তব্য রাখেন এস এইচ এম সালমান আহমেদ, মোহাম্মদ রাসেল, রেজুয়ান বাদশাহ, মোহাম্মদ অন্তর,মোহাম্মদ শরীফ, মোহাম্মদ শাকিল প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্র প্রতিনিধির ক্ষমতাবলে ইফরান খান যে মামলাটি দায়ের করেছেন সেটি সম্পূর্ণ মিথ্যা। এতে ব্যক্তি আক্রোশে অনেককেই আসামি করা হয়েছে।এবং হাসিনা সরকার পতনের আন্দোলনে সাহসী ভূমিকা রাখা ছাত্র প্রতিনিধিদের ছাত্রলীগের ট্যাগ দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, গত ১৬ মার্চ রাতে ধর্মতীর্থ এলাকায় মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে আসে একটি মাইক্রোবাস। পরবর্তীতে মাইক্রোবাসটি আটক করে সরাইল উপজেলা সদরের মাইক্রো স্ট্যান্ডে নিয়ে আসলে ছাত্র প্রতিনিধি ইফরান খান, আলিফ মাহমুদ নাহিদ,ও মোঃ মোয়াজ্জেম সেখানে উপস্থিত হয় এবং থানা পুলিশকে অবগত করলে পুলিশ উপস্থিত হলে গাড়িটি থানায় আনার দাবি করেন ছাত্র প্রতিনিধিরা।এক পর্যায়ে বাকবিতন্ডা শুরু হলে কে বা কাহারা গাড়িটি ভাংচুর করলে শুরু হয় হাতাহাতি।
এসময় হামলার শিকারে গুরুতর আহত হয় ছাত্র প্রতিনিধি ইফরান খান।পরবর্তীতে তিনি বাদী হয়ে সরাইল থানায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে থাকা অনেকেই ছাত্র জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। মূলত মামলা দায়েরের পর থেকেই ফুসে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই।তাদের দাবি, নিরপরাধ অনেকেই এই মামলায় আসামি হয়েছেন এমতাবস্থায় এ মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।