বুধবার, ১৯ মার্চ, ২০২৫
19 Mar 2025 10:46 am
![]() |
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:- নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুর রাজ্জাক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।
আজ (১৮ মার্চ) দুপুর ১টার দিকে তিনি মোটরসাইকেলযোগে নাগেশ্বরীর উদ্দেশে রওনা হন। পথে ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত রংপুর ডক্টরস ক্লিনিকে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।বল্লভেরখাস ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
প্রসঙ্গত, এসএম আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন।তাঁর অকাল প্রয়াণে ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক এবং উন্নয়ন কর্মকাণ্ডে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।
মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।পরিবার সূত্রে জানানো হয়েছে, শোকসন্তপ্ত পরিবার ও ইউনিয়নবাসীর সুবিধার্থে দ্রুত সময়সূচি জানানো হবে।