মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
19 Mar 2025 10:37 pm
|
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বগুড়ার কাহালু সরকারি কলেজের শ্রেণীকক্ষে অত্র কলেজ ও শিক্ষক পরিষদের যৌথ আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কাহালু সরকারি কলেজের সহকারি অধ্যাপক রোকানুজ্জামান রঞ্জু।
উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক পি এম মাকছুদুর রহমান।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল আখলাক, উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, কাহালু উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেখ, কাহালু সরকারি কলেজ ছাত্রদলের পক্ষে রিমন রাহাদ, মুন্না।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কাহালু সরকারি কলেজের আরবী প্রভাষক মাকছুদুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষক আব্দুর রশিদ, হাবিবুর রহমান, আফজাল হোসেন জেম্স, ছানোয়ার হোসেন, ফেরদৌস আলম, জাহেদুর রহমান, আরিফুর রহমান সহ অত্র কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।