মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
19 Mar 2025 05:26 am
![]() |
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)থেকেঃ-ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় হামজা চৌধুরীর দেশে আগমনকে ঘিরে তার নিজ বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে বইছে উৎসবের আমেজ।চারদিকে ছেয়ে গেছে ব্যানার ফেস্টুন ও পোস্টারে।
সোমবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের সদস্যদের নিয়ে অবতরণ করেছেন হামজা।তার সাথে রয়েছেন স্ত্রী,সন্তান মা-সহ পরিবারের ১২ জন সদস্য।ছাদখোলা গাড়িতে করে বিকেলে ১০ মিনিটে হামজা চৌধুরীকে মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে গ্রামের বাড়িতে নিয়ে আসেন অসংখ্য তরুণ ও যুবকরা।
হামজা চৌধুরী আসার খবর শুনে তাকে এক নজর দেখার জন্য ঢাকা সিলেট মহাসড়কের পুটিজুরীতে অসংখ্য তরুণ। শুধু তাই নয়-গত দু'দিন ধরে বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে হামজা চৌধুরীর বাড়িতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা ভিড় জমাচ্ছেন। ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী বাজার থেকে স্নানঘাট পর্যন্ত তিন কিলোমিটার সড়কের বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি তোরণ এবং গেইট নির্মাণ করা হয়েছে।
পুরো স্নানঘাট সেজেছে নবরূপে।তোরণ,ফেস্টুন ও ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।হামজাকে স্বাগত জানাতে এসব প্রস্তুতি নিয়েছেন এলাকাবাসী।
২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে দেশের হয়ে অভিষেক হবে ইংলিশ লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর। এতে নতুন ইতিহাস হবে বাংলাদেশের ফুটবলে।
হামজা চৌধুরীর পিতা গোলাম মোর্শেদ বলেন, ‘হামজা আসছে। বউ-বাচ্চাসহ তার সঙ্গে ১২ জন আসছেন বাংলাদেশে। জাতীয় দলের খেলা থাকায় তার হাতে বেশি সময় নাই।তাই বাড়িতে এক রাত থেকে এরপর ঢাকায় চলে যাবেন হামজা।’
এর আগেও হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাড়িতে এসে ঘুরে গেছেন হামজা।তবে ইংলিশ লিগে খেলার পর এই প্রথম গ্রামের বাড়ি স্নানঘাটে আসছেন এই তারকা ফুটবলার।
হামজা চৌধুরীর বাবা বলেন,১৪ বছর বয়সে সে এসেছিল। কিন্তু বড় হয়ে আর বাড়ি আসেনি। দুই বছর আগেও আমরা হামজাকে বাংলাদেশে আনার চেষ্টা করেছিলাম। সবকিছু ঠিকঠাক করাও হয়েছিল।কিন্তু পরে আসতে পারেনি।এই গ্রামের বাড়িতে ছোটবেলায় সে থেকেছে। সময় কাটিয়েছে। তাই বাড়িতে একদিন একান্তে সময় কাটাবে হামজা।
তিনি বলেন,বাফুফের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।আমরাও প্রশাসনকে জানিয়েছি। তারা সর্বোচ্চ নিরাপত্তা দেবে আশা করি।তিনি আরো জানান,বাড়ির সামনে খোলার মাঠে মঞ্চ তৈরি করা হয়েছে হামজার জন্য।
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান জানান, হামজাকে বিশেষ নিরাপত্তা দেয়া হবে।