শনিবার, ১৫ মার্চ, ২০২৫
15 Mar 2025 03:29 pm
![]() |
এস আই শফিক,বগুড়া (সদর) প্রতিনিধিঃ- অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল বলেন, শেখ হাসিনা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। আপনাদের কাছে দাবি থাকবে তাকে দেশে এনে আইনের মাধ্যমে বিচার করা হোক।একদিনের জন্য তাকে আয়না ঘরে রাখা হোক, এক দুই দিনের জন্য হলেও তাকে জেলে রাখা হোক।সাঈদের মৃত্যুর পর আপনি বলেছিলেন এরা রাজাকারের সন্তান। মুগ্ধ, মিন্টুর মৃত্যুর পর আপনি বলেছিলেন আমাকে সরানো কারো ক্ষমতা নাই, আমি লৌহমানব, আমি শেখ মুজিবের কন্যা, আমাকে দেশ থেকে কেউ বিতাড়িত করতে পারবে না। কোথায় শেখ হাসিনা? আপনি বাংলাদেশে নাই। বাংলাদেশের মাটিতেই আপনার বিচার করা হবে।
বগুড়া সদরের ১১নং নামুজা ইউনিয়ন ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজনে বামনপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক মাষ্টার এর সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বগুড়া সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জামিউল ইসলাম রুবেল, নামুজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস এম রাসেল মামুন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম সিদ্দিক, নিশিন্দরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা, নামুজা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার মকবুল হোসেন, আনিছুর রহমান মন্জু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মজনু রায়হান, এস এম শাহীন, সহ-সভাপতি আল-আমিন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম মাষ্টার, এছাড়া আব্দুর রহিম, জুয়েল, আজমল, বাবলু, টুনু মেম্বার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শেষে সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য কামনা ও দেশনায়ক জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।-এস আই শফিক, ১৪-০৩-২০২৫ইং