বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
13 Mar 2025 02:52 pm
![]() |
কবির হোসেন মিজি:- ৫ দফা দাবিতে চাঁদপুরে আউটডোর চিকিৎসাসেবা বন্ধ রেখে চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।১২ মার্চ বুধবার সকাল থেকে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক,শিক্ষক ও শিক্ষার্থীরা আউটডোর সেবা বন্ধ রেখে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থা কর্মসূচি পালন করেন।চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় কর্মসূচিতে বক্তারা বলেন, ম্যাটস এবং ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হটকারী সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। চিকিৎসকের জন্য সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।দ্রুত সময়ে চিকিৎসক শূন্য পদে চিকিৎসক নিয়োগ করতে হবে।
বক্তারা আরো বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতের লক্ষ্যে ম্যাটস এবং ডিএমএফ বন্ধ করতে হবে।ওটিসি ঔষধ নবায়ন করতে হবে।
অবস্থান কর্মসূচি শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি হাসপাতালের সামনে থেকে কাজী নজরুল ইসলাম সড়ক প্রদক্ষীণ করে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এদিকে আউটডোর সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছে চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগীরা।
একাধিক রোগীরা জানান,চিকিৎসকদের আউটডোর সেবা বন্ধ থাকায় তারা চিকিৎসা নিতে পারছেন না।অনেক দূর থেকে এসেও চিকিৎসা ছাড়া ফিরে যেতে হচ্ছে তাদেরকে।
অবস্থান কর্মসূচিতে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সহকারী পরিচালক,উপাধ্যক্ষ,অধ্যাপক,কনসালটেন্ট, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক,ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন বর্ষের মেডিকেল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।