মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
12 Mar 2025 06:44 pm
|
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বগুড়ার কাহালুর শিলকওড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারহট্র ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারহট্র ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আব্দুর রশিদ।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পশ্চিম শাখার সাবেক আমীর ও কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারহট্র ইউনিয়ন শাখার সেক্রেটারী ও ইউ পি সদস্য শহিদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর আলহাজ্ব মাওঃ আব্দুস শাহীদ খান, নায়েবে আমীর অধ্যাপক মাওঃ মো.শহীদুল্লাহ, সহ-সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, বেলায়েত হোসেন, কর্ম পরিষদ সদস্য মাওঃ রেজওয়ানুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারহট্র ইউনিয়ন শাখার আমীর মাওঃ আব্দুস সালাম সহ নারহট্র ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।