মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
12 Mar 2025 06:42 pm
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ২০২৪ সালে আগষ্ট বিপ্লবের শ্রেষ্ঠ সন্তান নতুন স্বাধীনতা রক্ষায় জীবন দিয়ে বাঙ্গালী জাতিকে উৎসর্গ করা জাতির বীরশ্রেষ্ঠ সন্তান শহীদ আবু সাঈদের পরিবারের জন্য ইফতার ও ঈদ সামগ্রী নগদ অর্থ, চাল, ডাল, চিনি, সেমাই, দুধ, ডিম, আপেল, কমলা, আঙ্গুর, কলা, খেজুর সহ ইত্যাদি পণ্য প্রতিনিধির মাধ্যমে পাঠালেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
গত রোববার রংপুরে শহীদ আবু সাঈদের পরিবারের নিকট ইফতার ও ঈদ সামগ্রী তুলে দেন নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র বিএনপিনেতা শ্রী সুশান্ত কুমার শান্ত, নন্দীগ্রাম পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুবদলনেতা আব্দুল ওয়াহেদ, শামসুল হক, জসিম উদ্দিন।