মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
12 Mar 2025 06:27 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- "দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
সোমবার(১০ মার্চ)পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাম মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল ইয়াসা রহমান তাপাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো।আরোও বক্তব্য রাখেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন।