মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
05 Apr 2025 10:20 am
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর)প্রতিবেদক:-দিনাজপুরের হিলির আইপি নামের একটি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় আর একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতটি।
সোমবার (১০ মার্চ) বিকেলে হিলি পৌরসভার জালালপুর অবস্থিত অবৈধ ইট ভাটা এবং একই এলাকার পরিবেশ দূষণকারী প্লাস্টিক কারখানায় অভিযান পরিচালনা করেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ মলিন মিয়া সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর দিনাজপুর।
দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনায় হিলির এই ইট ভাটাটিকে গুড়িয়ে দিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে। ভাটা টির পরিবেশগত কাগজপত্র সহ কোন প্রকার কাগজ নেই।তিনি আরও বলেন,পৌর এলাকায় আর একটি প্লাস্টিক কারখানায় অভিযান পরিচালনা কটল এক লাখ টাকা জরিমানা সহ কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।