শনিবার, ০৮ মার্চ, ২০২৫
01 Apr 2025 09:14 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- হৃদযন্ত্রের একাধিক সমস্যার মধ্যে অন্যতম হল হার্টে ব্লক থাকা।এ সমস্যা থাকলে অনিয়মিত হার্টবিট বা হৃদস্পন্দন থাকে।আমাদের শরীরের কয়েকটি পরিচিত লক্ষণ জানিয়ে দেয় যে হার্টে ব্লক রয়েছে।
চলুন জেনে নেই হার্টে ব্লকের লক্ষণ,উপসর্গ কী কী:-
হার্টে ব্লক থাকলে বুকে চিনচিনে ব্যথা, জ্বালাপোড়া অনুভূত হবে। এটি হতে পারে কাজ করার সময় বা বিশ্রামের সময়। হার্টে ব্লক থাকলে দেহে সঠিক ভাবে রক্ত পৌঁছয় না। তার ফলে শ্বাসকষ্টের তীব্র সমস্যা দেখা দিতে পারে।
সামান্য কিছু কাজ করলেই শ্বাসকষ্ট হতে পারে।
হার্টে ব্লক থাকলে সঠিক ভাবে অক্সিজেন পৌঁছতে পারে না। তার ফলে সারাক্ষণ ক্লান্তিভাব দেখা যায়। অতএব ক্লান্ত, অবসন্ন ভাব সারাক্ষণ থাকলে অবহেলা করবেন না।
হার্টে ব্লক থাকলে আচমকাই বেড়ে যেতে পারে হার্টবিট। কখনো মনে হতে পারে যেন একটা হার্টবিট মিস হল। এসব সমস্যা হার্টে ব্লক থাকলে হয়।
হার্ট ব্লকে বুক, হাত, ঘাড়, কাঁধ, পিঠে যন্ত্রণা হতে পারে। যাকে আমরা 'মাসল পেইন' বলে ভুল করি।
অতএব শরীরের উল্লিখিত অংশগুলোয় ব্যথা হলে অবহেলা করবেন না।
হার্টে ব্লক থাকলে আপনার পায়ে সমস্যা দেখা দিতে পারে। পায়ের পাতা কিংবা গোড়ালির অংশ ফুলে যেতে পারে। যার ফলে পা ভারী হয়ে যাবে।পায়ে ব্যথাও হতে পারে।
হার্টে ব্লক থাকলে ঘাম হতে পারে আচমকাই।আবহাওয়া হয়তো গরম নয়, তাও হঠাৎ করে ঘামতে পারেন আপনি। শরীরে অস্বস্তি অনুভূত হবে।
এগুলো প্রাথমিক লক্ষণ।সম্পূর্নভাবে নিশ্চিত হওয়ার জন্য আপনার উচিত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া।
সূত্র: আনন্দবাজার পত্রিকা