বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫
06 Mar 2025 09:03 pm
![]() |
চাঁদপুর শহরের ৮নং ওয়ার্ডে অবস্থিত কমিউনিটি পুলিশিং কমিটি, চাঁদপুর অঞ্চল-৫-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।চাঁদপুর শহরের মুন্সেফ পাড়াস্থ 'জীবনদীপ' কার্যালয়ে বুধবার (৫ মার্চ ২০২৫) আয়োজিত এই ইফতার মাহফলে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কাজী শাহাদাত।
মোনাজাত পরিচালনা করেন সেক্রেটারী আলহাজ্ব মো.মাহবুবুর রহমান। এতে কমিটির সদস্যবৃন্দ ও নৈশকালীন সদস্যবৃন্দ অংশ নেন। ছবিতে মোনাজাতের দৃশ্য।
বার্তা প্রেরক কাজী শাহাদাত।