সোমবার, ০৩ মার্চ, ২০২৫
04 Mar 2025 03:02 am
![]() |
পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপিসহ আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বিএনপির নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে ওই আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।এ সময় বিক্ষোভকারীরা আসামিদের ধাওয়া করে।
রোববার (২ মার্চ) দুপুরে অজ্ঞাত আসামি হিসেবে গত ১৮ অক্টোবর দায়ের হওয়া একটা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান, সাবেক পিপি খান মো. আলাউদ্দিন,সাবেক জিপি শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ এবং ফিরোজের ছোট ভাই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু। এদের মধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়। সেই মামলাগুলোতে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল গ্রেপ্তারকৃতরা। পরে আজ (রোববার) সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন তারা। তবে উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনো শেষ না হওয়ায় আদালত জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে।
এদিকে আদালতে ওই আসামিদের উপস্থিতি টের পেয়ে আদালত প্রাঙ্গণে ভিড় করতে থাকে বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদের গ্রেপ্তারের দাবিতে আদালত প্রাঙ্গণে মিছিল করে ছাত্রদল। তবে তারা আদালত থেকে বের হওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এ সময় পুলিশ তাদের সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, গ্রেপ্তারকৃত পাঁচজনের মধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং অন্য চারজনকে একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।