রবিবার, ০২ মার্চ, ২০২৫
04 Mar 2025 03:18 am
![]() |
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানান, গতকাল শনিবার রাতে উপজেলার তালোড়ার দুবড়া গ্রামের রাস্তার উপর মাদক বিক্রয়কালে দিনাজপুর জেলার হাকিমপুর থানার বড় ডাঙ্গাপাড়া গ্রামের মৃত হিরা কাজির ছেলে নূরুজ্জামান মধুকে (২০) গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ৫০পিচ নেশাজাতীয় ইয়াবা উদ্ধার করেছে। ওই রাতেই তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।